Tuesday, 22 August 2017

Bitcoine real site Bitmaker app 1000% payment proof

Please see this video and earn unlimited setoshi Bitmaker.apk

see this video
  1.  My reffaral code      Y0MKKJ


  2.  

Bitcoine site hack and earn milion to milion satoshi

See this video and earn unlimited satoshi

এই সাইট হ্যাক করে কোটি কোটি সাতোসি আয় করতে video টি দেখুন


Friday, 14 July 2017

Capital surf.apk Earn money capital surf// capital surf থেকে আয় মাসে ৫০০$

আজ আমি এমনই একটি সাইটের কথা বলব যা দারা মাসে তোমরা অনেক টাকা আয় করতে পারবে

সাইটটির নাম capital surfhttp://www.capital-surf.com/?ref=15996

 এই সাইটটির জন্য আমি একটি এপস তৈরি করেছি

DOWNLOAD apk

কিভাবে কাজ করবেন

মাএ ১৫ মিনিট কাজ করে আপনি দিনে ৪ডলার আয় করতে পারবেন তাও ঘুমিয়ে ঘুমিয়ে
প্রথমে উপরের link থেকে sign up করুন তারপর login করুন

সেখানে surf now নামে একটি অপশন পাবেন সেখানে click করুন ব্যাস কাজ শেষ
এখন ১৫-২০মিনিট অপেক্ষা করুন দেখবেন অটমেটিকলি ভাবে আপনার টাকা ব্যালেস্নে যোগ হয়ে গেছে

কোন সমস্যা হলে commont করবেন

apk ডাউনলোড না হলে বারবার চেষ্টা করুন

DOWNLOAD apk

Thursday, 25 May 2017

earn money bitminer বিটমিনার থেকে আয় করুন মাসে 200 doller কোন কাজ না করে

বন্ধুরা কেমন আছ

আশা করি ভালই আছ আজ তোমাদের মাঝে এমন একটি পোষ্ট নিয়ে এসেছি যার মাধ্যমে তোমরা কোন কাজ না করে মাসে 200$ আয় করতে পারবে যার নাম হল btc miner

এটি এমনইএকটি সাইড যার মাধ্যমে তোমরা প্রতিদিন .0006 BTC এবং মাসে .018 btc আয় করতে পারবে আর বর্তমানে 1btc=2400$++ তাই আজই শুরু করে দিন

যাযা লাকবে

একটি মোবাইল অথবা ল্যপটপ আর একটি coinbase account

 প্রথমে coinbase account খুলুন >

এখানে click করে bitminer account খুলুন




















তারপর account এ যেয়ে একটি খালি ঘর পাবেন সেখানে coinbase address টি past করুন আর start লেখায় ক্লিক করুন আপনার কাজ শেষ এবার আপনি ঘুমান .005 balance হলে টাকা withdrow দিতে পারবেন

 t




BitMiner - free and simple next generation Bitcoin mining software

Thursday, 20 April 2017

adf.ly bot 2017 (adf.ly থেকে আয়)

t


DOWNLOAD HERE

SERIAL KEY
 
you can earn daily 50$$++

open the bot and run it
thencopy adf.ly link

and past the bot and mazic

Sunday, 26 March 2017

adf.ly হ্যাক করে unlimited আয় করুন adf.ly vpn bot দিয়ে



আসসালামুআলাইকুম বন্ধুরা
সবাই কেমন আছ

আজ আমি তোমাদের এমন একটি এপসএর কথা বলব যা দিয়ে adf.ly সহজে হ্যাক করতে পারবে

এপসটির নাম adf.ly vpn bot


প্রথমে এখান থেকে download করুন

DOWNLOAD HERE

তারপর এটি computure এ install দিন
এবার adf.ly account টি login করুন এবং এর একটি link নির্দিষ্ট স্থানে দিয়ে start botton এ click করুন

এবার অপেক্ষা করার পালা দেখবেন link টি automatticly ভাবে click হচ্ছে

তবে এটি দিয়ে কত click হবে

এটি দিয়ে unlimited click করা সম্ভব
এপসটি কেমন লাগল commont এ জানাবেন


Saturday, 25 March 2017

কেয়ামতের ছোট ওবড় আলামত সমূহ

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য।

 কেয়ামতের পূর্বে কেয়ামতের নিকটবর্তিতার প্রমাণস্বরূপ যে আলামতগুলো প্রকাশ পাবে সেগুলোকে ছোট আলামত ও বড় আলামত এই পরিভাষাতে আখ্যায়িত করা হয়। অধিকাংশ ক্ষেত্রে ছোট আলামতগুলো কেয়ামত সংঘটিত হওয়ার অনেক আগেই প্রকাশিত হবে। এর মধ্যে কোন কোন আলামত ইতিমধ্যেই প্রকাশ পেয়ে নিঃশেষ হয়ে গেছে। কোন কোন আলামত নিঃশেষ হয়ে আবার পুনঃপ্রকাশ পাচ্ছে। কিছু আলামত প্রকাশিত হয়েছে এবং অব্যাহতভাবে প্রকাশিত হয়ে যাচ্ছে। আর কিছু আলামত এখনো প্রকাশ পায়নি। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সংবাদ অনুযায়ী সেগুলো অচিরেই প্রকাশ পাবে।

 কেয়ামতের বড় বড় আলামত:

এগুলো হচ্ছে অনেক বড় বড় বিষয়। এগুলোর প্রকাশ পাওয়া প্রমাণ করবে যে, কেয়ামত অতি নিকটে; কেয়ামত সংঘটিত হওয়ার সামান্য কিছু সময় বাকী আছে।

 আর ছোট ছোট আলামত:

কেয়ামতের ছোট আলামতের সংখ্যা অনেক। এ বিষয়ে অনেক সহিহ হাদিস উদ্ধৃত হয়েছে। এখানে আমরা সম্পূর্ণ হাদিস উল্লেখ না করে হাদিসগুলোর শুধু প্রাসঙ্গিক অংশটুকু উল্লেখ করব। কারণ হাদিসগুলো উল্লেখ করতে গেলে উত্তরের কলেবর অনেক বড় হয়ে যাবে। যিনি আরো বেশি জানতে চান তিনি এ বিষয়ে রচিত গ্রন্থাবলী পড়তে পারেন। যেমন- শাইখ উমর সুলাইমান আল-আশকারের “আলকিয়ামতুস সুগরা”, শাইখ ইউসুফ আলওয়াবেল এর “আশরাতুস সাআ” ইত্যাদি।

 কেয়ামতের ছোট ছোট আলামতের মধ্যে রয়েছে-

১. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নবুয়ত লাভ।

২. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মৃত্যু।

৩. বায়তুল মোকাদ্দাস বিজয়।

৪. ফিলিস্তিনের “আমওয়াস” নামক স্থানে প্লেগ রোগ দেখা দেয়া।

৫. প্রচুর ধন-সম্পদ হওয়া এবং যাকাত খাওয়ার লোক না-থাকা।

৬. নানারকম গোলযোগ (ফিতনা) সৃষ্টি হওয়া। যেমন ইসলামের শুরুর দিকে উসমান (রাঃ) এর হত্যাকাণ্ড সংঘটিত হওয়া, জঙ্গে জামাল ও সিফফিন এর যুদ্ধ, খারেজিদের আবির্ভাব, হাররার যুদ্ধ, কুরআন আল্লাহর একটি সৃষ্টি এই মতবাদের বহিঃপ্রকাশ ইত্যাদি।

৭. নবুয়তের মিথ্যা দাবিদারদের আত্মপ্রকাশ। যেমন- মুসাইলামাতুল কাযযাব ও আসওয়াদ আনসি।

৮. হেজাযে আগুন বের হওয়া। সপ্তম শতাব্দীর মাঝামাঝি ৬৫৪হিঃ তে এই আগুন প্রকাশিত হয়েছে। এটা ছিল মহাঅগ্নি। তৎকালীন ও তৎপরবর্তী আলেমগণ এই আগুনের বিবরণ দিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। যেমন ইমাম নববী লিখেছেন- “আমাদের জামানায় ৬৫৪হিজরিতে মদিনাতে আগুন বেরিয়েছে। মদিনার পূর্ব পার্শ্বস্থ কংকরময় এলাকাতে প্রকাশিত হওয়া এই আগুন ছিল এক মহাঅগ্নি। সকল সিরিয়াবাসী ও অন্য সকল শহরের মানুষ তাওয়াতুর সংবাদের ভিত্তিতে তা অবহিত হয়েছে। মদিনাবাসীদের মধ্যে এক ব্যক্তি আমাকে এ বিষয়টি নিশ্চিত করেছেন, যিনি নিজে সে আগুন প্রত্যক্ষ করেছেন।”

৯.   আমানতদারিতা না-থাকা। আমানতদারিতা ক্ষুণ্ণ হওয়ার একটা উদাহরণ হচ্ছে- যে ব্যক্তি যে দায়িত্ব পালনের যোগ্য নয় তাকে সে দায়িত্ব প্রদান করা।

১০. ইলম উঠিয়ে নেয়া ও অজ্ঞতা বিস্তার লাভ করা। ইলম উঠিয়ে নেয়া হবে আলেমদের মৃত্যু হওয়ার মাধ্যমে। সহিহ বুখারি ও সহিহ Best Java, Android Games, Appsসলিম এর সপক্ষে হাদিস এসেছে।

১১. ব্যভিচার বেড়ে যাওয়া।

১২. সুদ ছড়িয়ে পড়া।

১৩. বাদ্য যন্ত্র ব্যাপকতা পাওয়া।

১৪. মদ্যপান বেড়ে যাওয়া।

১৫. বকরির রাখালেরা সুউচ্চ অট্টালিকা নির্মাণ করা।

১৬. কৃতদাসী কর্তৃক স্বীয় মনিবকে প্রসব করা। এই মর্মে সহিহ বুখারি ও সহিহ মুসলিমে হাদিস সাব্যস্ত হয়েছে। এই হাদিসের অর্থের ব্যাপারে আলেমগণের একাধিক অভিমত পাওয়া যায়। ইবনে হাজার যে অর্থটি নির্বাচন করেছেন সেটি হচ্ছে- সন্তানদের মাঝে পিতামাতার অবাধ্যতা ব্যাপকভাবে দেখা দেয়া। সন্তান তার মায়ের সাথে এমন অবমাননাকর ও অসম্মানজনক আচরণ করা যা একজন মনিব তার দাসীর সাথে করে থাকে।

১৭. মানুষ হত্যা বেড়ে যাওয়া।

১৮. অধিকহারে ভূমিকম্প হওয়া।

১৯. মানুষের আকৃতি রূপান্তর, ভূমি ধ্বস ও আকাশ থেকে পাথর পড়া।

২০. কাপড় পরিহিতা সত্ত্বেও উলঙ্গ এমন নারীদের বহিঃপ্রকাশ ঘটা।

২১. মুমিনের স্বপ্ন সত্য হওয়া।

২২. মিথ্যা সাক্ষ্য দেয়া বেড়ে যাওয়া; সত্য সাক্ষ্য লোপ পাওয়া।

২৩. নারীদের সংখ্যা বেড়ে যাওয়া।

২৪. আরব ভূখণ্ড আগের মত তৃণভূমি ও নদনদীতে ভরে যাওয়া।

২৫. একটি স্বর্ণের পাহাড় থেকে ফোরাত (ইউফ্রেটিস) নদীর উৎস আবিষ্কৃত হওয়া।

২৬. হিংস্র জীবজন্তু ও জড় পদার্থ মানুষের সাথে কথা বলা।

২৭. রোমানদের সংখ্যা বৃদ্ধি পাওয়া এবং মুসলমানদের সাথে তাদের যুদ্ধ হওয়া।

২৮. কনস্টান্টিনোপল বিজয় হওয়া।

 পক্ষান্তরে কেয়ামতের বড় বড় আলামত হচ্ছে সেগুলো যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুযাইফা বিন আসিদ (রাঃ) এর হাদিসে উল্লেখ করেছেন। সে হাদিসে সব মিলিয়ে ১০টি আলামত উল্লেখ করা হয়েছে: দাজ্জাল, ঈসা বিন মরিয়ম (আঃ) এর নাযিল হওয়া, ইয়াজুজ ও মাজুজ, পূর্বে পশ্চিমে ও আরব উপদ্বীপে তিনটি ভূমিধ্বস হওয়া, ধোঁয়া, সূর্যাস্তের স্থান হতে সূর্যোদয়, বিশেষ জন্তু, এমন আগুনের বহিঃপ্রকাশ যা মানুষকে হাশরের মাঠের দিকে নিয়ে যাবএই আলামতগুলো একটার পর একটা প্রকাশ হতে থাকবে। প্রথমটি প্রকাশিত হওয়ার অব্যবহিত পরেই পরেরটি প্রকাশ পাবে।

 ইমাম মুসলিম হুযাইফা বিন আসিদ (রাঃ) হতে বর্ণনা করেন যে, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে কথাবার্তা বলতে দেখে বললেন: তোমরা কি নিয়ে আলাপ-আলোচনা করছ? সাহাবীগণ বলল: আমরা কেয়ামত নিয়ে আলোচনা করছি। তখন তিনি বললেন: নিশ্চয় দশটি আলামত সংঘটিত হওয়ার আগে কেয়ামত হবে না। তখন তিনি ধোঁয়া, দাজ্জাল, বিশেষ জন্তু, সূর্যাস্তের স্থান হতে সূর্যোদয়, ঈসা বিন মরিয়মের অবতরণ, ইয়াজুজ-মাজুজ, পূর্ব-পশ্চিম ও আরব উপদ্বীপে তিনটি ভূমি ধ্বস এবং সর্বশেষ ইয়েমেনে আগুন যা মানুষকে হাশরের দিকে তাড়িয়ে নিয়ে যাবে উল্লেখ করেন।   

 এই আলামতগুলোর ধারাবাহিকতা কী হবে সে ব্যাপারে সুস্পষ্ট সহিহ কোন দলীল পাওয়া যায় না। তবে বিভিন্ন দলিলকে একত্রে মিলিয়ে এগুলোর ধারাবাহিকতা নির্ধারণ করা হয়ে থাকে।

 শাইখ উছাইমীনকে প্রশ্ন করা হয়েছিল কেয়ামতের বড় বড় আলামতগুলো কি ধারাবাহিকভাবে আসবে?

জবাব দিতে গিয়ে তিনি বলেন: কেয়ামতের আলামতগুলোর মধ্যে কোন কোনটির ধারাবাহিকতা জানা গেছে; আর কোন কোনটির ধারাবাহিকতা জানা যায়নি। ধারাবাহিক আলামতগুলো হচ্ছে- ঈসা বিন মরিয়মের অবতরণ, ইয়াজুজ-মাজুজের বহিঃপ্রকাশ, দাজ্জালের আত্মপ্রকাশ।

 প্রথমে দাজ্জালকে পাঠানো হবে। তারপর ঈসা বিন মরিয়ম এসে দাজ্জালকে হত্যা করবেন। তারপর ইয়াজুজ-মাজুজ বের হবে।

 সাফফারিনী (রহঃ) তাঁর রচিত আকিদার গ্রন্থে এই আলামতগুলোর ধারাবাহিকতা নির্ধারণ করেছেন। কিন্তু তাঁর নির্ণয়কৃত এ ধারাবাহিকতার কোন কোন অংশের প্রতি মন সায় দিলেও সবটুকু অংশের প্রতি মন সায় দেয় না। তাই এই আলামতগুলোর ধারাবাহিকতা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে- কেয়ামতের বড় বড় কিছু আলামত আছে। এগুলোর কোন একটি প্রকাশ পেলে জানা যাবে, কেয়ামত অতি সন্নিকটে। কেয়ামত হচ্ছে- অনেক বড় একটা ঘটনা। এই মহা ঘটনার নিকটবর্তিতা সম্পর্কে মানুষকে আগেভাগে সতর্ক করা প্রয়োজন বিধায় আল্লাহ তাআলা কেয়ামতের জন্য বেশ কিছু আলামত সৃষ্টি করেছেন।[মাজমুউ ফাতাওয়া, খণ্ড-২, ফতোয়া নং- ১৩৭] 

Thursday, 16 March 2017

usercloud থেকে আয় করুন মাসে 500$

    বিমমিল্লাহির রাহমানীর রাহীম

    প্রথমে সবাইকে আমার সালাম এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন। আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। আমার এবারের লেখাটি ব্লগ সাইট বা যেকোন প্রকার সাইট থেকে আয় করার বিষয়ে। এবং ১০০% সত্যি যে আপনি আয় করতে পারবেন। শিরোনাম দেখে এতক্ষণে হয়তো বুঝেই গেছেন।

হ্যা, আপনি সত্যিই আয় করতে পারবেন। আপনার যদি নিজস্ব কোন ব্লগ সাইট বা যেকোন প্রকার সাইট থাকে তবে আপনার আয় আরো বাড়াতে পারবেন। আর আপনার যদি নিজস্ব কোন ব্লগ সাইট বা কোন সাইট না থাকে তবে আপনি টেকটিউনস এর মতো বড় যেকোন পাবলিক সাইটে আপনার টিউন লিখে আয় করতে পারবেন।

আজকে আমি আপনাদের যে পদ্ধতির কথা বলবো তা হলো অনলাইনে ফাইল আপলোড করে আয় করা। আপনি আপলোডার সাইটে ফাইল আপলোড করবেন। আর আপনার ফাইল যত বার ডাউনলোড হবে আপনার আয় তত হবে। প্রথমে দেথে নিন কোন কোন সাইট আপনাকে ফাইল ডাউনলোডে কত করে দিবে :

    Userscloud.com – 1000 Downloads = Upto 15$


শুরুটা যেভাবে :

প্রথমে আপনি নিচের লিংকে ক্লিক করে এদের রেজিস্টেশন পেইজে যান।
Registration Now  \\ Sign Up

t

নিচের মতো পেইজ এলে পূরণ করে আপনার ইমেইল ভেরিফিকেশন করে নিন।

লগিন করার পর এ পেইজটি আসলে এখানের  Disable Ads এবং Hotlink 1Kb- 5Mb Files এ টিক চিন্হ থাকলে উঠিয়ে দিন। না উঠালে আপনার আয় হবে না।

এবার আপলোড বাটনে ক্লিক করে আপনার ফাইল আপলোড করে নিন। নিচের মতো পেইজ আসলে আপনি ফাইলগুলো সিলেক্ট করে Publish Selected বাটনে ক্লিক করুন। তা না হলে আপনার আপলোড করা ফাইল কেউ ডাউনলোড করতে পারবে না।



এবার লিংক সংগ্রহ করে আপনার ফাইলগুলো শেয়ার করুন। দেখুন আপনার আয় শুরু হয়ে গেছে। এরা সরাসরি শুধু ফটো আপলোড করলে আপনাকে পে করেবে না। ফটো আপলোড করলে আপনি জিপ করে করবেন।
কেন UsersCloud:

    Userscloud আপনার ফাইল কখনোও ডিলিট করবে না। আর আপলোড বিডি এবং জিড্ডু আপনার আপলোড করা ফাইলে যদি ৩ মাসে কোন হিট না হয় তবে আপনার আপলোড করা ফাইলগুলো ডিলিট করে দিবে। এক্ষেত্রে ইউজারসক্লাউড কখনোও আপনারা ফাইল ডিলিট করে দিবে না।
    অন্যান্য সকল আপলোডার সাইটে আপনার আপলোডে লিমিট দিবে কিন্তু UsersCloud আপনাকে কোন আপলোড লিমিট দিবে না।
    সকল সাইটে আপনি একটি নির্দিষ্ট মাত্রায় স্টোরেজ পাবেন, কিন্তু UsersCloud এ আপনি আনলিমিটেড ফাইল আপলোড করতে পারবেন।
    UsersCloud এ সরাসরি পিসি থেকে ফাইল আপলোড না করেও আপনি অন্যান্য সকল সাইট থেকে লিংক দেওয়ার মাধ্যমে আপলোড করতে পারবেন, যা আপনি অন্যান্য ফাইল আপলোডার সাইটে এ সুবিধা পাবেন না।
    এদের ডাউননলোড পেইজে সর্বোচ্চ ৩ টা এড থাকে। আবার অন্যদিকে অন্যান্য আপলোডার সাইটে পুরো পেইজ ভরে এড থাকে। এমনকি সবার পছন্দের Midiafire এ অনেক এড শো করে থাকে।
    এরা সরাসরি আপনাকে ডাইনলোড লিংক দিবে কোন প্রকার সার্ভে করা ব্যাতিত। অন্যদিকে অন্যান্য সকল সাইটে আপনি মরে যাওয়ার উপক্রম হলেও ডাউনলোড লিংক খুজে পাবেন না।
    এদের ডাউনলোডের কোন স্প্রিড লিমিট নেই। যা অন্যান্য সাইটে পাবেন না।

টাকা উত্তোলন :

এরা পেপালের মাধ্যমে টাকা পে করে থাকে। ৫$ হলেই আপনি আপনার টাকা উঠাতে পারবেন। আপনার ভেরিফাইয়েড পেপাল না থাকলে খুলে নিতে পারেন। বাংলাদেশ থেকে ভেরিফাইয়েড পেপাল একাউন্ট খোলার অনেক টিউন আছে। আপনি এগুলো একটু সার্চ করে দেখে নিতে পারেন।

এদের Read Me ফাইলটির পিডিএফ ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। এখানে আপনার কাংখিত সকল তথ্য পাবেন। আর আমার আজকের টিউনের পিডিএফ ডাউনলোড করেতে এখানে ক্লিক করুন। আজকের মতো এখানেই শেষ করছি। কোন সমস্যা হলে টিউমেন্টে জানাতে ভুলবেন না। আয় নিয়ে কোন সমস্যা হলে যতটুতু পারি সর্বাত্নক সহযোগীতা করবো।

Sunday, 5 March 2017

popcash থেকে আয় করুন শুধুমাত্র এড বসিয়ে

আপনার ওয়েবসাইট/ ব্লগ থেকে আয় করুন গুগল এডসেন্স এর বিকল্প এড দেখিয়ে, Popcash থেকে আমার পেমেন্ট প্রুফ দেখুন
কেমন আছেন সবাই? আশা করি আল্লাহের অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমাদের অনেকেরই ব্লগ/ ওয়েবসাইট আছে কিন্তু নাই আয়। আয় না থাকার কয়েকটি কারনও  আছে, যেমনঃ ব্লগে ভিজিটর কম তাই আয় তেমন একটা হয় না বল্লেই চলে, আবার ভিজিটর থাকা সর্তেও গুগল অ্যাডসেন্স এর অনুমোদন পাই না। আর যাদের বাংলা ব্লগ কিংবা ওয়েবসাইট আছে তারা তো গুগল অ্যাডসেন্স ব্যবহার করতে পারিই না। তাই তাদের জন্য নিয়ে এলাম গুগল অ্যাডসেন্স এর বিকল্প একটি পথ। সাইটির কথা অনেকেই জানেন, কিন্তু আয় কম বলে আশা হারিয়ে ফেলছেন। তাই আজ আমি পেমেন্ট প্রুফ সহকারে আপনাদের মাঝে তুলে ধরলাম।

সাইটটির নাম popcash। এটি একটি পপ-আপ অ্যাড সাইট। এতে ভিজিটরদের বিরক্ত হওয়ার কোনো কারণ নাই, কারণ এটি শুধু সারাদিনে একবার অ্যাড শো করবে প্রতি কম্পিউটারে। মনে রাখবেন এটি শুধু গুগল এডসেন্স বাদে সব এড কোম্পানিকে সাপোর্ট করে। তাই যাদের গুগল এডসেন্স আছে তারা এটি ব্যাবহার করবেন না, আর যদিও করেন তাহলে নিজ দায়িত্তে ব্যাবহার করবেন।

আমার অভিজ্ঞতাতে popcash সব সিপিএম নেটওয়ার্ক কোম্পানির চেয়ে সেরা সিপিএম নেটওয়ার্ক কোম্পানি। তাই আজ আমি সবচেয়ে ভাল এবং সর্বোচ্চ অর্থ প্রদানকারী সিপিএম পপ-আপ বিজ্ঞাপন নেটওয়ার্ক popcash সম্পর্কে বলবো এবং সাথে আমার পেমেন্ট প্রুফ তুলে ধরবো।

popcash এর বড় সুবিধা হল কোন ট্রাফিক লিমিটেশন নেই।  ছোট ব্লগ এবং বড় ব্লগ এর জন্য ও ব্যাবহার করা যায়।  অর্থাৎ এরা আপনাকে ইম্প্রেশন এর উপর ভিত্তি করে অর্থ দেয়। আপনার ওয়েবসাইট এ যত ভালো ইম্প্রেশন হবে আপনার ইনকাম ও তত ভালো হবে। এরা প্রতি ১০০০ ইম্প্রেশন এর জন্য ১$ থেকে ৪$ পর্যন্ত দিয়ে থাকে। এ ছাড়া রেফারেল সুবিধাতো রয়েছে।

Popcash প্রতিদিনের পেমেন্ট প্রতিদিন দিয়ে থাকে। প্রতিদিন আপনার যত ইম্প্রেশন হবে তার উপর ভিত্তি করে প্রতিদিন পেমেন্ট দেয়া হবে। Popcash এর মিনিমাম পেআউট পেপাল এ ১০$।

Popcash থেকে পাওয়া আমার পেমেন্ট প্রুফ দেখেনিন..............
t t কিভাবে ব্লগ বা ওয়েবসাইটে popcash বিজ্ঞাপন যোগ কবেনঃ প্রথমে -->>এখানে<<-- ক্লিক করে popcashসাইটে প্রবেশ করুন। তারপর নিজের মতন করে ফরমটি পূরণ করুন। এরপর Submit এ ক্লিক করুন। এবার আপনার ইমেইল এ একটি বার্তা যাবে। আপনার ইমেইল ওপেন করে Account Activation করে নিন। অ্যাকাউন্ট অ্যাক্টিভেসন করার পর লগইন করুন। এখন বাম পাশ থেকে (1) Website এ ক্লিক করুন। এরপর (2) Add New Website  এ ক্লিক করুন। এখন Domain  বক্সে আপনার সাইট অথবা ব্লগ এর url দিন।  Category  থেকে  Category সিলেক্ট করুন। এরপর Disallow তে ক্লিক করুন। সর্বশেষে Add Website এ ক্লিক করুন। ১২ ঘণ্টা পরে আপনার সাইট এপ্রুব হয়ে যাবে। এপ্রুব হয়েছে কিনা তা দেখার জন্য আপনাকে ড্যাশবোর্ড এর বাম পাশ থেকে Website এ ক্লিক করলেই দেখতে পাবেন। তারপর get code এ ক্লিক করে কোডটি নিয়ে আপনার ব্লগ কিংবা ওয়েব সাইটে বসিয়ে দিন। আপনার কাজ শেষ। এখন থেকে আয় করুন সহজে।




Saturday, 4 March 2017

wifi connect any please click here download the apk এপসটি দিয়ে wifi connect করুন

এটি এমনই একটি apps আপনি যে কোন জায়গায় wifi hack করতে পারবেন তাই এখনই এপসটি download করুন

DOWNLOAD
ডাউনলোড

t
r

How to Increase Website Traffic

How to Increase Website Traffic: Increase website traffic by using SEO tools by LinkCollider. LinkCollider is a free SEO tool that uses link building and social media sites to improve SEO.

Monday, 27 February 2017

রুট করার নিয়ম যেকোন ফোন রুট করুন সহজে king root.apk

আসসালামু অলাইকুম
বন্ধুরা সবাই কেমন আছ আশা করি আল্লাহর রহমতে  ভালই আছ আমিও ভাল আছি ৷ আজ সকাল বেলা তোমাদের জন্য এই লেখাটি লিখতে বসেছিসেই জন্য সবাইকে জানাই good morning
যাহোক অতো কথা বাড়িয়ে লাভ নেই কাজের কথায় আসি ????

আমার অজকের বিষয় হচ্ছে ফোন রুট করা রুট কিঃ শব্দটি এতোই প্রচলিত হয়ে গেছে যে, রুট ইউজার বলার বদলে সবাই এটিকে সরাসরি রুট বলে থাকে। সবচেয়ে সহজ শব্দে বলা যায়, রুট হচ্ছে এ্যাডমিনিষ্ট্রেটর বা প্রশাসক। যদিও এর বাংলা অর্থ গাছের শিকড়, লিনাক্সের জগতে রুট বলতে সেই পারমিশন বা অনুমতিকে বোঝায়, যা ব্যবহারকারীকে সর্বময় ক্ষমতার অধিকারী করে তোলে। রুট হচ্ছে একটি এ্যাডমিনিষ্ট্রেশন পারমিশন বা অনুমতি। এই অনুমতি থাকলে ব্যবহারকারী সেই ডিভাইসে যা ইচ্ছে তাই করতে পারেন। উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ব্যবহারকারী এ্যাডমিনিষ্ট্রেটর প্রিভিলেজ ছাড়া সিস্টেম ফাইলগুলো নিয়ে কাজ করতে পারেন না। লিনাক্সেও তেমনি রুট পারমিশন প্রাপ্ত ইউজার ছাড়া সিস্টেম এ্যাডমিনিষ্ট্রেশনের কাজগুলো করা যায় না। যিনি লিনাক্স-চালিত কম্পিউটার বা সার্ভারে যা ইচ্ছে তাই করতে পারেন অথবা যার সব কিছু করার অনুমতি রয়েছে, তাকেই রুট ইউজার বলা হয়। নিচে আমি বর্ণনা করবো কিভাবে রুট করতে হয়।


king root
দীর্ঘ দিন থেকে Kingo Root শুধুমাত্র কম্পিউটার এর মাধ্যমে এন্ড্রয়েড ফোন Root করার সুবিধা দিয়ে আসছিল। সম্প্রতি তারা Kingo Root এর Apk ভার্সন বের করেছে। ফলে এখন থেকে যাদের হাতে নাগালে কম্পিউটার নেই, তারাও অত্যান্ত কার্যকরী এই App টি দিয়ে সহজে এন্ড্রয়েড মোবাইলটি রুট করে নিতে পারবেন।
প্রথমে এখান থেকে Kingo Root এ্যাপটি ডাউনলোড করুন।


তারপর এ্যাপটি Install করে Launch করলে নিচের চিত্রটি দেখতে পাবেন। (মোবাইলের ইন্টারনেট কানেশন অবশ্যই একটিভ করে রাখবেন)

এখন উপরের চিত্রের নীল কালারের One Click Root  অপশনে ক্লিক করলে নিচের চিত্রের ন্যায় রুট হওয়া শুরু করবে।




এই অংশে আপনাকে কিছুই করতে হবে না। শুধুমাত্র রুট না হওয়া পর্যন্ত কিছু সময় অপেক্ষা করতে হবে। রুট সম্পন্ন হওয়ার পর নিচের চিত্রেরমত Success Message শো করবে।




এতটুকু করলেই তৃতীয় পদ্ধতীতে আপনার মোবাইল রুট হয়ে যাবে।

King root download

one click root download

BITCOIN money adder Generator Bitcoin hack বিটকয়েন হ্যাক

বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালই আছেন অনেক দিন পর আপনাদের জন্য একটি নতুন টিউন লিখতে চলেছি  ভাল লাগলে সবাই কমেন্ট করবেন তাহলে next টিউনে ভালকিছুলেখার চেষ্টা করব যা হোক কথা বাড়িয়ে লাভ নেই এবার কাজের কথায় আসি

পরিচয়
এটির নাম Bitcoin adder Generator এটি দিয়ে আপনি ডেইলি 5 btc হ্যাক করতে পারবেন  তো তাড়াতাড়ি শুরু করে দিন

কি কি লাগবে

একটি laptop
একটি BTC Address এবং net সংযোগ

অনেকে অনেক টাকা  আয় করে কিন্তু তাতে পরীশ্রমের প্রয়োজন হয় ৷ কিন্তু এটি দিয়ে আপনি অনেক টাকা আয় করতে পারবেন কোন পরিশ্রম ছাড়া কিন্তু আপনারা জানেন কি বর্তমান 1 BTC=800$+ তো আপনারা সবসময় চেষ্টা করবেন 1BTC এর অধিক হ্যাক না করার জন্য তা হলে আপনার একাউন্ট bann হয়ে যেতে পারে

কিভাবে কাজ করবেন

প্রথমে apps টি Download করুন তারপর আপনার বিটিছি address টা login করে রাখুন 


DOWNLOAD HERE

এবার আপনি সহজে কিছু কাজ করুন আপনার install করা এপসটিতে যাযা বলবে তা সঠিক ভাবে পুরণ করুন তো এবার add BTC তে click করুন এবার দেখবেন money is added
এবার আপনার একাউন্ট চেক করুন ইয়াহু আপনার একাউন্টে টাকা যোগ হয়েছে

আর বেশি কিছু লিখব না   যদি কোন সমস্যা হয় তাহলে commont এজানাবেন

যাদের bitcoin account নেই তারা এখান থেকে একাউন্ট করুন

CLICK HERE

Payza money adder Generator পেজা হ্যাক

বন্ধুরা অনলাইনে অনেকে আয় করতে চান কিন্তু অনেকের অনেক সিষ্টেম এবং অনেক একাউন্ট আছে যে গুলো দিয়ে হয়ত অনেক আয় করতে পারে কিন্তু কেউ রাতারাতি বড়লোক হতে পারে কি না পারে না তাহলে অনেক ধ্যৈর্যের প্রয়োজন হয়ে পড়ে কিন্তু এমন কিছু সিষ্টেম আছে যেগুলো দিয়ে  প্রত্যেক দিন অনেক টাকা আয় করা যায় ৷ সে ই সম্পর্কে জানাতে আমার অজকের লেখা

আজকে আমি আপনাদেরকে এমন একটি apps এর কথা বলবো যার নাম payza money adder generator যা দিয়ে আপনি প্রত্যেক দিন কয়েকশ ডলার আয় করতে পারবেন









তো শুরু করা যাক ????? প্রথমে payza একাউন্ট না থাকলে  একাউন্ট করুন এখান থেকে

প্রথমে এখান থেকে download করুন
DOWNLOAD

তারপর এটি আপনার laptop এ ইনইষ্টল দিন
আপনার payza account connect করুন 
apps টিচালু রেখে তাতে যা যা করতে বলবে তা করুন এবং add money  click করুন তারপর আপনার কাজ শেষ
এখন account চেক করুন দেখবেন আপনার একাউন্টে টাকা যোগ হয়ে গেছে

বুঝতে সমস্যা হলে ব্লগে visit করুন এবং কমেন্টে মতামত দিন


DOWNLOAD

Friday, 24 February 2017

neobux থেকে আয় করুন খুব সহজে

tPTC নাম শুনে আবার ভয় পেয়েন না নিচের সম্পূর্ণ লেখাটি পড়েন তাহলেই বুজতে পারবেন।১ টাকাও Invest করতে হবে না
Dolencer/skylencer এর কারনে বাংলাদেশ এর সবাই মনে করে PTC সাইট ই মানে ধোঁকা বাজি । কিন্ত না, শুধু ধৈর্য ধরে আসল সাইট চিনতে পারলে মাসে ৪০০০ হাজার থেকে শুরু করে ২ লক্ষ টাকা পর্যন্ত আয় করা যায়। কিন্তু সমস্যা হল আসল সাইট চিনা। কারন প্রতিদিন নতুন নতুন সাইট অনলাইন এ আসে। ১-১২ মাসের মধ্যে Scam করে চলে যায়। So নতুন সকল সাইট scam ধরে নিয়ে নতুন কোন সাইট এ কাজ করবেন না। যে সব সাইটের বয়স ৫ বছর শুধু সেই সব সাইট হল আসল সাইট। কারন যারা ৫ বছর যাবত কোন প্রকার ঝামেলা ছাড়া payment দিয়ে যাচ্ছে তারা scam হতে পারে না।আর যদি মনে করেন নিজে নিজে Google search করে সাইট বের না করে অভিজ্ঞ কার সহায়তা নিবেন সে ক্ষেত্রে আমি ত আছিই। কারন আমি গত ৩ বছর যাবত ptc সাইটে কাজ করছি। বেশির ভাগ লোক Google search করে PTC সাইট বের করে কাজ করে।১ মাস পরে যখন সাইট scam করে তখন বলা শুরু করে সব ptc সাইট ভুয়া। কিন্তু আমার কথা হচ্ছে সব সাইট যদি ভুয়া হত তাহলে ৩০০০ হাজার কোটি টাকার এই Market কিভাবে টিকে আছে?
২০০৩ সালে সর্ব প্রথম PTC সাইট চালু হয় । England এর একজন এটা চা্লুকরে। কিন্তু তখন PTC সাইট জনপ্রিয় হয়নি। ২০০৭ সালে আমেরিকা থেকে Jim Grago – ClixSense Inc (USA) চালু করে। ২০০৮ সালে পর্তুগাল থেকে Fernando Neobux নামক সাইট টি চালু করে।Neobux এর এখন আমেরিকায় অফিস আছে। ২০০৯ সালে Germany এর tim kolb চালু করে Bucks247 নামের সাইট টি। ২০০৯ সালে Finland এর Serenity & Saket(indian) নামের দুই জন versity student চালু করে Cashnhits নামের সাইট টি। পরে
Serenity & Saket দুই জন বিয়ে করে,যাইহোক ২০০৯ সালে Dimitrios Kornelatos – “Kordim” (Greece থেকে) – Scarletclicks & gptplanet নামে দুইটি সাইট চালু করে। নাম প্রকাশ না করে কেও একজন আমেরিকার থেকে Ayuwage & Innocurrent নামের দুই টি কিছুটা ভিন্ন ধরনের সাইট চালু করে ২০০৯ ও ২০১০ সালে। আরও ১০-২০ টি সাইট আছে। যারা কোন ধরনের ঝামেলা ছাড়া ৫ বছর যাবত payment দিয়ে যাচ্ছে। কিন্তু Neobux/clixsence /Ayuwage & Innocurrent ছাড়া অন্য সাইট এর ইনকাম খুব কম।আমি শুধু এই ৪ টি সাইট এ কাজ করার পক্ষ পাতি।
NEOBUX ( FATHER OF ALL PTC SITE)
Neobux এর প্রায় ৩ কোটি Member আছে। বিশ্বাস হচ্ছেনা।না হয়ারি কথা। একটি Ptc সাইট এর কি ভাবে এত Member থাকতে পারে। বিশ্বাস না হলে alexa Rank এ গিয়ে দেখেন ওদের Rank কত। এর জন্যই আমি প্রথমে বলছিলাম সব PTC সাইট ভুয়া না। প্রতিদিন ওরা ১ কোটি (বাংলাদেশি টাকা হিসাবে) Taka Payment করে। মাসে ৩০ কোটি টাকা !!!!!
প্রতিদিন এই সাইটে ২৫-৩০ টি অ্যাড থাকে। প্রতি অ্যাড ০.০০১ cent. বা ১ সেন্ট এর ১০ ভাগের ১ ভাগ।(১০০ সেন্ট = ১ ডলার) একটি অ্যাড দেখলে বাংলাদেশী টাকায় ১০ পয়সা পাবেন। ৩০ টা অ্যাড দেখলে বাংলাদেশি টাকায় ৩ টাকার মত পাবেন।এখন ভাবছেন মাত্র ৩ টাকার জন্য কে ক্লিক করতে যাবে। একটু ওয়েট করেন বুঝিয়ে দিচ্ছি।PTC সাইটে এ SIGNUP করলে ওরা আপনার জন্য একটি Personal Referral link দিবে।যে link অন্য কারও সাথে মিলবে না।যে ঐ লিঙ্ক কে ক্লিক করে signup করবে তারা আপনার রেফারাল হয়ে যাবে।নিচের ছবির মত।




আপনার রেফারাল যদি প্রতিদিন ক্লিক করে তাহলে আপনি ২ সেন্ট করে কামাবেন।ধরেন আপনার ৩০০ রেফারাল আছে।আর তারা প্রতিদিন ক্লিক করে। 300x2= 600 cent OR 6$. বা মাসে 180 ডলার। বা মাসে ১৫০০০ হাজার টাকা।শুধু মাত্র Neobux থেকে মাসে ১৫০০০ টাকা ।
Neobux এর Referral দুই ধরনেরঃ ১) Direct Referral 2) Rented Referral. # Direct Referral : যে রেফারাল আপনার লিঙ্কে ক্লিক করে SIGNUP করবে সেই আপনার Direct Referral. আপনি আপনার লিঙ্ক Facebook/Ptsu/Blog/Website/Ptc Site এ অ্যাড দিয়ে Direct Referral যোগার করতে পারেন।কিন্তু প্রথম দিকে Direct Referral যোগার করা সহজ না।এর জন্যই বলেছি PTC সাইটে সাফল্য পেতে হলে ধৈর্য থাকতে হবে। ৫-৬ মাস ব্যবহার করার পর এমনি বুঝে যাবেন কি ভাবে Direct Referral যোগার করতে হয়। আমার প্রথম ৩-৪ মাসে মাত্র ১ টি Referral ছিল। আর নিচের ছবিতে দেখুন এখন কার অবস্থা।মাত্র একটি সাইট এ আমার Referral amount.

Rented Referral : Neobux এ আপনি আরেক ধরনের Referral পাবেন। তার নাম Rented Referral বা RR. মানে হল যাদের কোন upline নাই তাদের বিক্রি করে দেয় Neobux. আপনি এক মাস থেকে শুরু করে ২৪০ দিনের জন্য RR কিনতে পারবেন।ইচ্ছা করলে মেয়াদ বাড়িয়ে নিতে পারবেন।১ মাসের জন্য দিতে হবে ২০ সেন্ট প্রতি RR।বেশি দিনের জন্য কিনলে রেট কম।যদি RR প্রতিদিন কাজ করে তবে 1.20 $ আয় করতে পারবেন ১মাসে Per RR। যদি মনে করেন RR ক্লিক করছে না সেক্ষেত্রে ৭ সেন্ট দিয়ে Recycle করতে পারবেন।মানে ৭ সেন্ট দিয়ে Recycle করলে ঐ Referral মানে ৭ সেন্ট দিয়ে Recycle করলে ঐ Referral পালটিয়ে আরেকটি RR দিয়ে দিবে।নিচের ছবি গুলো দেখেন।তাহলেই বুজতে পারবেন Neobux থেকে কত টাকা আয় করা যায়।আমি ফোরাম থেকে কিছু ছবি দিলাম।আমার কথা বিশ্বাস করার দরকার নাই।আপনি যখন SIGNUP করবেন আপনি নিজেই Forum এ গিয়ে চেক করতে পারবেন আমি সত্যি বলছি কিনা।



শর্ত ১ : Neobux এর RR System বুঝা এক দিনে সম্ভব না।আর এত সল্প পরিসরে এখানেও আলোচনা করা সম্ভব না। তাই আপনাকে ধৈর্য ধরতে হবে।প্রথম দিকে আমিও RR পুরো বুজতাম না।কিন্তু আমি প্রতিদিন Forum ঘাটাঘাটি করতাম। Footer অংশে help নামে একটি ট্যাব আছে। ঐ ট্যাব গিয়ে ঘাটা ঘাটি করতাম। কোন কিছু না বুঝলে support এ কথা বলতাম।আপনিও তাই কারার চেষ্টা করবেন। দেখবেন ৩-৫ মাস পর আপনি ও এক্সপার্ট হয়ে যাবেন।কিন্তু অনেকেই মনে করে ১ দিনেই সব বুঝে যাবে।কিন্তু না বুঝে লস খায় আর দোষ হয় PTC সাইট ভাল না।

শর্ত ২ :ভুলেও ১ টাকাও ইনভেস্ট করবেন না।আমি বারবার বলতেছি আগে পুরো ব্যাপার টা বুঝার চেষ্টা করেন। Forum ঘাটাঘাটি করেন। সব কিছু বুঝতে ৪-৫ মাস সময় লাগতে পারে।কিন্তু অনেকেরি এই ৪-৫ মাস ধৈর্য নাই। ১৫-২০ দিন পরে হয় ক্লিক করা বাদ দিয়া দেয় অথবা না বুঝে ইনভেস্ট করে ধরা খায়।তাই আগে শুধু ক্লিক করে দুই একবার টাকা($) Withdraw করেন। বুঝেন তারপর ইনভেস্ট করেন বা না করে Direct Referral ইনকাম দিয়ে RR কিনে টেস্ট করেন। অথবা আমার ফরমুলা অনুসরন করুন।
শর্ত ৩ : আপনাকে প্রতিদিন অবশ্যই হলুদ Fixed advertisement গুল ক্লিক করতে হবে। দৈনিক ৪ টা করে এই ধরনের অ্যাড পাবেন।আগে এই ধরনের অ্যাড ক্লিক করে নিয়ে তারপর অন্য অ্যাড ক্লিক করবেন।তা না হলে রেফেররাল ইনকাম পাবেন না।
ফরমুলা- ১ টাকা ইনভেস্ট না করে কিভাবে ইনকাম করবেন

# 1 মাস ক্লিক করার পর আপনি 1$আয় করতে পারবেন।এই 1$ না তুলে(Withdraw না করে) 1$ দিয়ে ৫ টি Rented Referral কিনেবন।
# 5 টি RR এর কারনে 10 দিনেই আবার 1$ ইনকাম করবেন। ঐ 1$ দিয়ে আবার ৫টি RR কিনবেন।
# 10 টি RR এর কা্রনে 5 দিনেই আবার 1$ ইনকাম করবেন। ঐ 1$ দিয়ে আবার ৫টি RR কিনবেন।
# এইভাবে ১মাস RR কিনতে থাকলে যখন 50 টি RR হয়ে যাবে হবে তখন RR কিনা স্টপ করবেন। ২০ দিনে 20$ হয়ে যাবে।
# এখন 20$ দিয়ে 100 RR কিনুন। এখন 20 দিন পর আবার 30$ জমা হবে আপনার অ্যাকাউন্ট এ।
# ঐ 30$ দিয়ে আবার 150 RR কিনুন। সুতরাং এখন আপনার টোটাল 300 RR আছে।( এই কিনা কাটি করতে কিন্তু ৩-৪ মাস পার হয়ে গেছে।
### এখন থেকে এই 300 RR Extend করতে মাসে 60$ লাগবে। যদি সব RR কাজ করে তবে মাসে 180$ ইনকাম করতে পারবেন।কিন্তু আসলে সব RR সব দিন কাজ করে না। যাই হোক ধরে নিলাম 200 RR প্রতিদিন কাজ করে তাহলেও আপনি মাস শেষে 120$ ইনকাম করতে পারবেন। 60$ দিয়ে 300 RR এর ভাড়া বা Extend করার খরচ। বাকি 60$ বা ৪৮০০ বা প্রায় ৫০০০ টাকা মাসে ইনকাম।কি ভাবে account করবেন
প্রথমে banner টিতে click করুন /নিচের ছবি গুলো দেখুন

৷৷৷৷৷৷₹₹


৷৷৷৷৷৷৷৷৷**%%&&%™



৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷


৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷


প্র

কিভাবে payza creadit card সংগ্রহ করব / How toaccapted payz creadit card

কিভাবে payza creadit card সংগ্রহ করবেন (How to accapted payza creadit card)

প্রথমে আপনাকে payza একাউন্ট থাকতে হবে না থাকলে এখান থেকে registered করুন  আর একাউন্ট থাকলে login করুন  (তবে account টি অবশ্যই verified হতে হবে ) একটা কথা অবশ্যই মনে রাখবেন আপনার একাউন্ট  balance যেন 20$ থাকে
আপনাকে যাযা করতে হবে

নিচের ছবিটি দেখুন


নিচের ছবিটি দেখুন

নিচের ছবিটি দেখুন

নিচের ছবিটি দেখুন

এভাবে আপনি কয়েকটি steap  পার করার পরে আপনার creadit  card টি conform দেখাবে
তারপরে কয়েক সপ্তাহ পরে creadit card টি আপনি বাড়ি পেয়ে যাবেন ৷ (((তবে আপনার post code টি অবশ্যই সঠিক থাকে তানা হলে cardটি ভুল ঠিকানাই চলে যাবে ))) কোন সমস্যা হলে commen এ জানাবেন অথবা follow করুন

Thursday, 23 February 2017

payza একাউন্ট খুলুন এবং আয় করুন

পেজা থেকে আয় করুন মাসে 500$

পরিচয়
এই সাইটটির নাম পেজা ৷ আপনি ইচ্ছা করলে এই সাইট থেকে ডলার লেনদেন সহ অনলাইনে আয় করতে পারবেন ৷ তো যারা অনলাইনে বেশি ইনকাম করেন তারা এই সাইটটিতে ডলার লেনদেনৃকরতে পারবেন ৷ payza বর্তমান একটি credit card দিচ্ছে যা দিয়ে অাপনি যে কোন এটিএম বুট থেকে টাকা উঠাতে পারবেন সুতারাং বেশি কথা নয় কাজে আসি

যাযা লাগবে
একটি কম্পিউটার //একটি মোবাইফোন (তবে অবশ্যই firefox/croma)দিয়ে চেষ্টা করবেন )

কিভাবে একাউন্ট খুলবেন
প্রথমে ছবিটি দেখুন



 তার পর চিহ্ণত অপশনে ক্লিক করুন ৷নিচের ছবিটি দেখুন


এবার sign up লেখায় ক্লিক করুন এরকম একটা page আসবে নিচের ছবিটি দেখুন



এখান থেকে persenol লেখায় select করুন এরকম একটি page আসবে ছবিটি দেখুন 

সব অপশন সঠিক ভাবে পুরণ করুন তবে( password এর ধরণ হবে 434574$gA) এবার get started লেখায় click করুন তারপর আপনার ইমেইলে একটি verefaction code যাবে সেখানেক্লিক করলে একটি page আসবে এটা অপনার মেইন একাউন্ট 

ছবি দেখুন

ছবি দেখুন 




payza আপনাকে একটি রেফারেল লিংক দিবে যা দিয়ে কেউ joine করলে অপনি 10$ পাবেন সুতারাং লিংকটি নিয়ে  fb/tw /gogle সহ বিভিন্ন জায়গায় শেয়ার করুন
আজ এ পর্যন্তই সমস্যা হলে কমেন্টে জানাবেন  next https://secure.payza.com/?Rb%2bdqiseLoIfEhx8khblXB1o8B0fusslSDY5kfc%2bCYw%3dnext এ walleat সম্পর্কে জানাবো আমাদের সাথে থাকুন

Tuesday, 21 February 2017

সবাই কেমন আছেন

adf.ly bot v5

WAP4doller থেকে আয় করুন যত ক্লিক তত টাকা


আমরা অনেকেই চিন্তা করি অনলাইন থেকে  কিভাবে টাকা আয় করা যাই ।
কিন্তু অনেক চেষ্টা করে পারি না ।

কিন্তু এখন আপনিও খুব সহজে অনলাইন থেকে আয় করতে পারবেন ।

শুধু মাত্র আপনাকে নিচের স্টেপ অনুযায়ি কাজ করতে হবে ।

তাহলে আসুন শুরু করা যাক

প্রথমে আপনি

     এখানে
গিয়ে  Registration এ ক্লিক করুন,
একটি পেজ আসবে ওখানে আপনার
Username,
Password,
Confirm Password,
Email Address ও
Website
দিয়ে Registration এ ক্লিক করে Registration সম্পন্ন করুন ।

যদি কারো ওয়েবসাইট না থাকে তবে সমস্যা নাই,ওয়েবসাইট এর বক্স খালি রেখে রেজিস্ট্রেশন করুন ।

রেজিস্ট্রেশন এর পর আপনার Username ও Password দিয়ে Login করুন ।

এরপর ঐইখানে বিভিন্ন AD এর লিঙ্ক দেয়া আছে যদি আপনার ওয়েবসাইট
থাকে তবে ওয়েবসাইট এ AD লিঙ্ক গুলো বসিয়ে দিন,দেখবেন যত ভিজিটর
আপনার সাইট এ প্রবেশ করবে

এবং আপনার অ্যাডে ক্লিক করবে তত আপনার এ্যাকাউন্ট এ প্রতি ভিজিটর ক্লিক এর জন্য ০.৫০ পয়সা জমা হবে ।

আর যদি আপনার ওয়েবসাইট না থাকে তবে ID ও Password দিয়ে Login করার পর দেখবেন রেফারেল
লিঙ্ক(Refferel Link) নামে একটি অপশন আছে ।

ওখান থেকে রেফারেল লিঙ্কটি কপি করে ফেসবুক কিংবা যে কোনো সোস্যাল মিডিয়া সাইটে এ
শেয়ার করে/স্ট্যাটাস এ দিয়ে আপনার মাধ্যমে যে অ্যাকাউন্ট খুলবে আপনার তত ইনকাম হবে ।

এছাড়া আপনি অ্যাডের লিঙ্কটা সোস্যাল মিডিয়া সাইটে দিতে পারেন সেই লিঙ্কে যে যতবার ক্লিক করবে
আপনার ততবার ০.50 টাকা করে আয় হবে ।

এভাবে আয় করতে পারবেন।

টাকা তুলতে এই সাইটটির সুবিদা হল ব্যালেন্স এ অল্প টাকা হলেও তুলতে পারবেন ।

সবনিন্ম ১১.০০ টাকা হলেই Paypal,Payza, Moneybookers,Bkash, Easy-Load
এর মাধ্যমে টাকা তুলতে পারবেন ।

এই সাইটটি  হলো বাংলাদেশের সাইট  ।

এবার তাহলে আপনিও এখন থেকে অনলাইনে ইনকাম করা শুরু করে দেন ।

আশাকরি সকলে বুঝতে পেরেছেন অসুবিধে হলে নিশ্চয় কমেন্ট করবেন ।

Monday, 20 February 2017

আমাকে দেখতে চাও click here

click here and xxx download

অনলাইনে আয় payonner থেকে আয় করুম 25$ তাহলে দেরি কেন এখনই রেজিষ্টার করুন

কিভাবে Payoneer ফ্রি প্রিপেইড মাস্টার ডেবিট কার্ড পাবেন এবং 25 $ আয় করবেন


 Payoneerএকটি পুরস্কার আন্তর্জাতিক পেমেন্ট পদ্ধতিতে যে ব্যবহারকারীরা অর্থ স্থানান্তর এবং পেপ্যালের মত পেমেন্ট গ্রহণ করতে সক্ষম হবেন, হিসাব ও অর্থ পরিচালনা (Skrill), পেজা বিজয়ী. যা  Payoneer একটি নিরাপদ এবং সস্তা পেমেন্ট প্রক্রিয়া সিস্টেম অন লাইন পেমেন্ট প্রক্রিয়া জন্য সেরা হল. যা  Payoneer সাহায্য করে বিভিন্ন অধিভুক্ত মার্চেন্ডাইজার এবং ফ্রিল্যান্সার বিশ্বের একটি জায়গা থেকে সহজে অর্থ পেতে, দ্রুত, নিরাপদ এবং সুরক্ষিত. যা Payoneer যে ভাল পেমেন্ট সমাধান. যা Payoneer একটি পুনঃলোডযোগ্য প্রিপেইড মাস্টারকার্ড হয়. আপনি জায়গা এবং আপনার স্থানীয় ব্যাংক এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে সক্ষম হবেন. যা Pa
সার্ভিস
যা  Payoneer বিভিন্ন ইলেকট্রনিক পেমেন্ট সেবা প্রদান করে.

অনলাইন পেমেন্ট সার্ভিস ডেবিট মাস্টারকার্ডের একটি প্রিপেড ডেবিট কার্ড 210 দেশে গৃহীত. ভার্চুয়াল কার্ড; ভার্চুয়াল কার্ডের একটি অ শারীরিক কার্ড যে পেমেন্ট অনলাইন বা ডাকে সক্ষম হবেন. স্থানীয় ব্যাংক স্থানান্তর; এই সেবা ব্যবহারকারীদের স্থানীয় মুদ্রায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তহবিল স্থানান্তর করতে পারবেন. আন্তর্জাতিক চেক; যা Payoneer স্থানীয় মুদ্রায় আন্তর্জাতিক চেক জন্য সেবা প্রদান করে.
স্থানীয় ই-ওয়ালেট
যা Payoneer প্রিপেইড কার্ডের জন্য সাইনআপ করতে কিভাবে
আপনি নিম্নলিখিত কোম্পানি সুমহের  কাজ টাকা   Payoneer কার্ডটি তে পেতে পারেন.


99Designs Adinch AliveMax Allwriting.Net Amarillas Internet AmericanRena Americansummer
AprioriBeauty Arena Artua AVAFX Avangate Awempire Belvg Birthright US Winter 2012 Bluesnap Booking.com BrainSystems CastingDynamics Checkpoint Sell Big Cieaura Clearvoicesurveys ClickHeat Euro Conspelia Cpalead DemandMedia Depositphotos Inc Doron Cohen- VC Dreamstime DSNR Media Group DubLi ecome2 Elance Envato Evolvhealth Fastspring FIBOGroup FIBOGroupDHL Fiverr Fiverr LBT (India) Forevergreen Freelancer.com Friendfinder FXPrimus Greensmoke Guru.Com Gvo HK Global IT Hotforex IBFX iCODE Systems-VC ImLive Infolinks INinbox InnerLight InstaForex InternationalTravel Ionicware iStockPhoto Isxperia Itworks Kyani Level 9 Marketing Ludaxx_International Lux Flights Markethealth MediaShakers Nfty - Summer Nhtglobal Nubelo Nubelo Euro oDesk Onehourtranslation Optima Origin Pure Payoneer-Affiliates Perfect World Marketing Post Office Prime Internet Marketing Prohq Projectpayday Restart Your Life ReviewMe RevvNRG RS Ran LTD- VC S&M Products Saucomi- Vc ScriptLance Seopassport Sfi ShareCash Smowtion StarionEnergy Stiforp.com Student Media Group Syntek Global Textlinksads Timber Lake Camp TopCoder Total Life Changes Toursbylocals UNIVA CAPITAL Uship Utest UTS - EUR UVOCORP Viridian Energy Visalus Vworker Wellnesspro Wister Workana Worldventures Writerbay XtraPlan Zooz ZoozEUR

যে Payoneer প্রিপেইড কার্ড জন্য সাইন আপ করবেন



১ । Sing up বাটনে ক্লিক করুন
২ । তার পর এই নতন পাতা আসবে যে খানে আপনার নিজের তথ্য লিখন ঃ

৩।এবং আপনার সঠিক জন্ম তারিক বসান ।


এবং পরের ধাপে যান ,এখানে নিজের  ঠিকানা এবং আপ্ নার ভটার আইডি card  সঠিক ভাবে লিখন যাতে
আপ নার এই  ঠিকানা  কার  ও পাঠানও  কোনো চিঠি আপ্ নার কাছে পৌঁছে '



৪।এবার আপনের মনে রাখার মত একটি security answer  যেন সকল security answer এক  ই  হয় এতে আপ নার মনে রাখা সহজ হবে ।
এর পর আপ নার ইমেল ভিরিফ্য করুন , এখন আপনার Payoneer প্রিপেইড কার্ড জন্য সাইন আপ করবেন সম্পন্ন হয়েছে ' এর পর আপনার ইমেলে  আবার একটি মাসেজ আসবে জাতে আপনের ভটার আইডি card এর স্ক্যান কপি পাঠাতে হবে ,তবে অবশ্যই  স্ক্যান করার সময় আইডি  card এর ২ পাসে স্ক্যান করে পাঠাতে  হবে ।

এখন আপনে  Payoneer ফ্রি প্রিপেইড মাস্টার ডেবিট কার্ড  অ্যাকাউন্ট এ একটি রেফারেল লিঙ্ক পাবেন যে টা আপ নের বুন্ধ বা যে কাও কে  এই  রেফারেল লিঙ্ক  থাকে নতন  Payoneer ফ্রি প্রিপেইড মাস্টার ডেবিট কার্ড জন্য অ্যাপ্লিকেশান করান এবং Payoneer card এর পর ঐ অ্যাকাউন্ট সবনিন
yoneer 200 দেশ এবং বিভিন্ন মুদ্রায় উপর তার সেবা প্রদান. যা Payoneer বিনামূল্যে প্রিপেইড ডেবিট কার্ড প্রদান এবং আপনি এটা ব্যবহার করতে পারেন শুধুমাত্র যখন আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স থাকবে. তাই, আপনি যদি প্রথম অর্থ সেটিকে কোথাও ব্যবহার করার পূর্বে লোড উচিত. আপনি বিল পরিশোধ, অন লাইন বা অফলাইন এবং প্রিপেইড মাস্টারকার্ড  Payoneer ব্যবহার অনেক ক্রয় করতে পারেন.

অনলাইনে আয় (online earning) Neobux থেকে আয় করুন মাসে 20000 টাকা

অনলাইনে কাজ করার সবচেয়ে জনপ্রিয় পিটিসি সাইট নিওবক্স থেকে কিভাবে সল্প সময়ে অধিক আয় করা যাই সেই সম্পর্কিত একটি লেখা দিয়েছেন ফ্রিলান্সার আইরিন,আমরা আইরিনের লেখাটি হুবহু এখানে তুলে ধরলাম…..
সবাই কেমন আছেন।আশা করি ভাল আছেন।
অনলাইনে আয় করার অনেক উপায় আছে তার মাঝে ptc মানে অ্যাড দেখে আয় হল একটি সহজতম আয়ের উপায়। কিন্তু প্রতারিত হবার সম্বাবনাও অনেক বেশি। তাই আপনাকে সঠিক সাইট নির্বাচন করতে হবে। আমার মতে লাখ লাখ ptc সাইট এর মাঝে অন্যতম হল neobux আর probux.আজ আমি neobux সম্পর্কে আলোচনা করব। তাহলে চলুন ।


neobux একটি বিশ্বস্ত ptc সাইট ২০০৭ সাল থেকে । হাজার হাজার ptc সাইট এর মাঝে neobux প্রথম । এখানে আপনি প্রতারিত হবার কোন সুযোগ নেই। আমি নিজেই এর সাথে আছি ৩ বছর।যারা চিন্তা করছেন যে ptc সাইট থেকে অনলাইনে আয় করবেন তাদেরকে বলব এই সাইট এ কাজ করুন

কিভাবে একাউন্ট করবেন
প্রথমে এই লিঙ্ক এ ক্লিক করুন sign up । ক্লিক করলে সাইট এর হোম পেজ আসবে উপরের ছবির মত। দেখুন উপরে ডান পাসে register লিখা আছে ক্লিক করুন। ক্লিক করার পর নিচের মত একটা পেজ আসবে


প্রথমে আপনার নাম দিন। তারপর পাস ওয়ার্ড দিন, তারপর ই মেইল । যদি আপনার payza বা paypal আইডি থাকে তাহলে দিন। আর না থাকলে আপনার যেই ইমেইল আছে সেটা দিন। রেফার এ কিছু দিতে হবেনা। ব্যাস এখন আপনার ইমেইল এ একটা ম্যাসেজ পাঠাবে। ইমেইল এ গিয়ে আপনার নিবন্দন নিচ্চিত করুন । ব্যাস আপনার একাউন্ট হয়ে গেল। এখন থেকে আপনি আয় করতে পারবেন।

২। কিভাবে অ্যাড দেখে আয় করবেন

আপনার নাম ও পাস ওয়ার্ড দিয়ে লগিন করুন।নিচের মত একটা পেজ আসবে


উপরে দেখুন view advertisement লিখা আছে ক্লিক করলে দেখবেন ২০ টার মত অ্যাড দেয়া আছে। অ্যাড এ ক্লিক করলে ৫ সেকেন্ড এ শেষ হয়ে যাবে। ২০ টা অ্যাড দেখতে ৫ মিনিট লাগবে মাত্র। ২০ টা অ্যাড দেখলে আপনার আয় হবে 0.0020 ডলার। তাহলে মাসে হবে ০.600 ডলার। কি খুব কম তাই না । এটা অন্যান্য ভুয়া সাইট এর মত আপনাকে মাসে ৬০০ ডলার দিবে না। neobux থেকেও আপনি মাসে ৩০০ ডলার আয় করতে পারবেন। কি অবাক হচ্ছেন?? অবাক হয়ার কিছুই নাই এটা বাস্তপ আমি কত আয় করেছি দেখুন। তাহলে চলুন কিভাবে আপনার আয় বাড়াবেন

৩। কিভাবে আয় বাড়াবেন

neobux এ আয় বাড়ানুর উপায় হল রেফার এর মাধ্যমে। বাম পাসে banner এ ক্লিক করলে আপনার একটা লিঙ্ক পাবেন। এই লিঙ্ক টা দিয়ে কেও জয়েন করলে সে যত টাকা আয় করবে টার একটা অংশ আপনি পাবেন। তার মানে যত রেফার তত আয়। আপনি ফেসবুক ,ব্লগ, এমনকি সরাসরি আপনার বন্ধু দের কে neobux এর কথা বলতে পারেন। আপনি একাউন্ট খুলার ২৫ দিন পর থেকে রেফার করতে পারবেন। ভাল সাইট ত তাই নিয়ম কানুন করা। যদি রেফার না পান তাহলে কি করবেন?????? উপায় একটা আছে। আপনার যখন 0.60 ডলার হবে তখন আপনি এই টাকার বিনিময়ে ৩ জন রেফার ভাড়া নিতে পারবেন যারা ১ মাস আপনার জন্য আয় করবে। তাহলে আপনার ১ মাস একা একা কাজ করতে হবে।
দেখুন অনলাইনে অনেক টাকা উরে কিন্তু তা দরা কঠিন। বাস্তব জীবনের মতই অনলাইনে কষ্ট করে আয় করতে হয়। রাতারাতি বড়লোক হয়ার কোন উপায় নেই। ptc সাইট এ সফল হতে হলে লেগে থাকার মনভাব থাকা লাগে। ১ মাস ২ মাস কাজ করে বন্ধ করে দেয়ার চিন্তা থাকলে আপনাকে বলবো আপনি এখানে কাজ করার দরকার নাই শুধু সময় নষ্ট হবে । কাজ করলে কয়েক বছর ধারাবায়িক ভাবে কাজ করতে হবে তবেই সফল হবেন।

৪। কিভাবে টাকা তুলবেন

মাত্র ২ ডলার হলে payza ও paypal এর মাধ্যমে আপনি আপনার আয় তুলতে পারবেন।যখন ২ ডলার হবে আপনি সাথেই সাথেই পেমেন্ট পেয়ে যাবেন। আমি যখন প্রথম ২ ডলার করি তখন আমাকে সাথেই সাথেই পেমেন্ট দিয়ে দিছে। পেমেন্ট প্রুফ দেখুন